ম্যাচ শেষে কম্পিউটার অ্যানালিস্ট সাকিবদের ধারণা দিয়েছিলেন, সুপার টুয়েলভ নিশ্চিত করতে শেষ ম্যাচে বড় জয় প্রয়োজন নেই। আসলেই তাই, পাপুয়া নিউ গিনির বিপক্ষে স্রেফ তিন রানে জিতলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের পরের রাউন্ড।
টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্কটল্যান্ড (০.৫৭৫)। ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ওমান (০.৬১৩)। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে তিনে আছে বাংলাদেশ (০.৫০০)। এখনও কোনো জয় না পাওয়া পাপুয়া নিউ গিনি (-১.৮৬৭) রান রেটে বেশ পিছিয়ে।
কাগজে কলমে সম্ভাবনা বেঁচে আছে চার দলেরই। বাংলাদেশ (৩ রানে জিততে হবে), স্কটল্যান্ড ও ওমানের জন্য হিসাব সোজা, জিতলেই নিশ্চিত হবে সুপার টুয়েলভ। পাপুয়া নিউ গিনির স্রেফ জিতলেই হবে না। জিততে হবে বড় ব্যবধান, এরপর অন্য ম্যাচে তাকিয়ে থাকতে হবে ওমানের বড় হারের দিকে।
আগামীকালের ম্যাচে ৩ রানে জিতলে অন্য ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হবে না মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিমদের। অন্য ম্যাচে যদি স্কটল্যান্ড জিতে, বাদ পড়বে ওমান। কিন্তু স্রেফ ১ রানে হারলেও নেট রান রেটে পিছিয়ে তৃতীয় হয়ে যাবে স্কটল্যান্ড।
ওমান জিতলে রান রেটে এগিয়ে থেকে গ্রুপ সেরা হওয়ারও সুযোগ থাকবে বাংলাদেশের। ওমান যদি ১০ রানে জিতে, তাহলে বাংলাদেশের জিততে হবে অন্তত ১৫ রানে।
হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে স্কটল্যান্ডের বিপক্ষে হারতে হবে ওমানের। বাংলাদেশ ১০ রানে হারলে রান রেটে তাদের পেছনে পড়তে অন্তত ১৩ রানে হারতে হবে ওমানকে।
সূত্রঃ বিডিনিউজ২৪