পাপন ভাইয়ের পরামর্শ মাঝে মাঝে কাজে লাগেঃ সাকিব

ক্রিকেট দুনিয়া October 20, 2021 800
পাপন ভাইয়ের পরামর্শ মাঝে মাঝে কাজে লাগেঃ সাকিব

বোর্ড সভাপতি হলেও দলে কে থাকবে কিংবা টসে জিতে আগে ব্যাট করবে না পরে করবে এমন নানা বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। বিসিবি প্রধান হলেও মাঝে মাঝে টিম ম্যানেজারের ভূমিকায় থাকেন তিনি। এইতো স্কটল্যান্ডের সঙ্গে হারের পর বিভিন্ন বিষয় নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। তার প্রভাবও দেখা গেছে ওমানের বিপক্ষে ম্যাচে।


ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের পর ২৬ রানের জয় নিয়ে মাঠ ছারে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ের ফলে বাংলাদেশ দলের বিশ্বকাপের সুপার -১২ আসের স্বপ্ন বেঁচে থাকল। এখন বিশ্বকাপে বাংলাদেশের বাকী আছে আর মাত্র একটি ম্যাচ। সেই ম্যাচটি জিততে পারলেই বাংলাদেশ বিশ্বকাপের সুপার টুয়েলভ এ খেলবে যদি ওমান বনাম স্কটল্যান্ডের ম্যাচে স্কটল্যান্ড ওমানকে হারায় তাহলে।


বোর্ড সভাপতির পরামর্শ ক্রিকেটারদের কেমন কাজে লাগে এমন প্রশ্নের জবাবে ওমান ম্যাচের পর সাকিব আল হাসান বলেন, ‘পাপন ভাই অনেক জড়িয়ে থাকেন। স্বাভাবিকভাবেই উনার পরামর্শ সবার সাথে শেয়ার করেন। আমরাও চেষ্টা করি পালন করার। অনেক সময় কাজে আসতে পারে, অনেক সময় কাজে না-ও আসতে পারে। মাঝেমাঝে এমন পরামর্শ খারাপ না আসলে… ভালো।’


সূত্রঃ বিডি২৪লাইভ