টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে পাকিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে ক্যারিবীয়দের দেওয়া ১৩১ রানের টার্গেট ১৫ দশমিক ৩ ওভারেই টপকে যায় বাবর আজমরা।
রান তাড়া করতে নেমে দলকে ৩৬ রানের জুটি এনে দেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। রিজওয়ান ১৩ রান করে বিদায় নিলেও অর্ধশত তুলে নেন বাবর। ৪১ বলে ৫০ রান করেন পাক দলপতি। মোহাম্মদ হাফিজ শূন্য রানে আউট হন। তবে ফখর জামান ২৪ বলে ৪৬ ও শোয়েব মালিক ১১ বলে ১৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে কাইরন পোলার্ডের দল। শিমরন হেতমায়ার ২৪ বলে ২৮ রান করেন। এছাড়া পোলার্ড ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ২০ রান। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ দুটি করে উইকেট লাভ করেন।
সূত্রঃ অনলাইন