টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন সাকিব

ক্রিকেট দুনিয়া October 17, 2021 724
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন সাকিব

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে টপকে সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের মালিক এখন সাকিব।


আজ স্কটল্যান্ডের বিপক্ষে দুই উইকেট নিয়ে এই অনন্য কীর্তি গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের এখন পর্যন্ত উইকেট সংখ্যা ১০৮ টি। সাকিব এই উইকেট নিতে খেলেছেন ৮৯ টি ম্যাচ।


সাকিবের পরেই আছে শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ৮৩ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে অবসরে গেছেন। ৮১ ম্যাচে ৯৯ উইকেট নিয়ে তৃতীয় পজিশনে নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি।


স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৫৯৮। দুই উইকেট তুলে নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা এখন ৬০০।


ক্রিকেট ইতিহাসে সাকিবই একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের পাশাপাশি করেছেন ১২ হাজার রান।


এছাড়া নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরির পর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক হলেন তিনি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪