প্রথমবারের মতো প্লে-অফে মুখোমুখি হচ্ছে কলকাতা-ব্যাঙ্গালোর

ক্রিকেট দুনিয়া October 11, 2021 910
প্রথমবারের মতো প্লে-অফে মুখোমুখি হচ্ছে কলকাতা-ব্যাঙ্গালোর

প্রথমবারের মতো আইপিএলের প্লে-অফে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্লে-অফ পর্যায়ে আগে কখনও কলকাতা ও বেঙ্গালুরু মুখোমুখি হয়নি। তবে গ্রুপ পর্বের পরিসংখ্যানের বিচারে বিরাট কোহলীর বেঙ্গালুরুর থেকে কিছুটা হলেও এগিয়ে থেকে নামছে মরগান-সাকিবদের কলকাতা।


আইপিএল-এ দুই দল এখনও পর্যন্ত মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কলকাতা জিতেছে ১৫ বার, বেঙ্গলুরু জিতেছে ১৩ বার।শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চার বারই জিতেছে বেঙ্গালুরু। শেষ ম্যাচটি জিতেছে কলকাতা। সেটি ছিল চলতি আইপিএল-এ লিগ পর্বের শেষ ম্যাচ। কেকেআর জেতে ৯ উইকেটে।


দুই দলের যে ২৮টি ম্যাচ হয়েছে, তার মধ্যে ১৭টি ম্যাচেই কেকেআর প্রথমে ব্যাট করেছে। তার মধ্যে জিতেছে সাতটি। প্রথমে ব্যাট করে কোহলীরা জিতেছেন মাত্র তিনটি ম্যাচ


রান তাড়া করায় কিছুটা হলেও এগিয়ে কোহলীরা। পরে ব্যাট করে কলকাতা যেখানে আটটি ম্যাচ জিতেছে, সেখানে বেঙ্গালুরু জিতেছে ১০টি ম্যাচ। - স্পোর্টসজোন২৪