নেপাল প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ারে উঠলেন তামিমরা

ক্রিকেট দুনিয়া October 6, 2021 1,074
নেপাল প্রিমিয়ার লিগের কোয়ালিফায়ারে উঠলেন তামিমরা

ইপিএলের এলিমিনেটর ম্যাচে কাঠমান্ডু কিংস একাদশকে ১৬ রানে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল কাঠমান্ডু।


কীর্তিপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তামিমের দল। প্রথম ব্যাটসম্যান হিসেবে তামিমই ফেরেন সাজঘরে। ৯ বলে ৯ রান করে দল চাপে পড়লেও শক্ত হাতে সেই চাপ সামাল দেন প্রদীপ অইরি (২৭ বলে ৩৯), উপুল থারাঙ্গা (৩৩ বলে ৩৫) ও কুশল মাল্লা (২০ বলে ৩২)।


শেষদিকে চড়াও হন অধিনায়ক শারদ ভেসোকার। মাত্র ২০ বলের মোকাবেলায় ৪৯ রান করেন তিনি, হাঁকান ৭টি চার ও ৩টি ছক্কা। ৮ বলে ১৫ রান করেন আরিফ শেখ।


নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তামিমদের সংগ্রহ দাঁড়ায় ১৮৮ রান। কাঠমান্ডুর পক্ষে সন্দ্বীপ লামিচানে ও আশান প্রিয়ঞ্জন দুটি করে উইকেট শিকার করেন।


জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রিয়ঞ্জন দলের হাল ধরে রেখেছিলেন। কিন্তু কাঠমান্ডুর ওপেনার সতীর্থদের সমর্থন না পাওয়ায় শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান দাঁড়ায় দলটির সংগ্রহ। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকানো প্রিয়ঞ্জন ৪৮ বলে ৬৮ রান করেন।


এছাড়া জনক প্রকাশ ১৪ বলে ২৮ ও অমিত শ্রেষ্ঠ ১৫ বলে ১৯ রান করেন। তামিমদের পক্ষে ধামিকা প্রসাদ, কুশল মাল্লা ও আরিফ শেখ শিকার করেন দুটি করে উইকেট।


আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার বা অঘোষিত সেমিফাইনালে বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুর পৌনে একটায় পোখারা রাইনোসের মুখোমুখি হবেন তামিম ইকবালরা।


সংক্ষিপ্ত স্কোর


টস : ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স


ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স : ১৮৮/৮ (২০ ওভার)

শারদ ৪৯, প্রদীপ ৩৯, থারাঙ্গা ৩৫, তামিম ৯

প্রিয়ঞ্জন ১৭/২, লামিচানে ৩৬/২


কাঠমান্ডু কিংস একাদশ : ১৭২/৮ (২০ ওভার)

প্রিয়ঞ্জন ৬৮, প্রকাশ ২৮

কুশল ২২/২, আরিফ ২২/২


ফল : ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স ১৬ রানে জয়ী।


সূত্রঃ বিডিক্রিকটাইম