এলিমিনেটর ম্যাচে আজ দুপুরে মাঠে নামছে তামিমের দল

ক্রিকেট দুনিয়া October 6, 2021 838
এলিমিনেটর ম্যাচে আজ দুপুরে মাঠে নামছে তামিমের দল

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে এলিমিনেটর ম্যাচে আজ মাঠে নামছে তামিম ইকবালের দল।‌ বাংলাদেশ সময় দুপুর ১:৩৫ মিনিটে কাঠমুন্ডু কিংসের মুখোমুখি হবে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস। দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বাইরে থাকার কারণে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম ইকবাল।


সর্বশেষ ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। গত ম্যাচে ৪০ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। আজকের ম্যাচের একাদশেও তামিম ইকবালকে দেখা যেতে পারে।


ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস: শারদ ভেসাওকর, আরিফ শেখ, রোহিত কুমার, অবিনাশ বোহরা, কুশল মাল্লা, প্রদীপ আইরি, ভুবন কারকি, কৃষ্ণা কারকি, হরি শঙ্কর, দীপেশ শ্রেষ্ঠ, হিমানষু দত্ত, বিকাশ আগ্রি, দুর্গেশ গুপ্ত, তুল বাহাদুর ঠাপা, মৌসাম ধাকাল, তামিম ইকবাল, উপল থারাঙ্গা, ধামিকা প্রাসাদ ও শারভিন মুনিয়ান্দি।


কাঠমুন্ডু কিংস: সন্দ্বীপ লামিচানে, অমিত শ্রেষ্ঠ, সুবাশ খাকুরেল, রাজু রিজাল, শের মাল্লা, সিদ্ধান্ত লোহানী, সামসাদ শেখ, দীপেন্দ্র রাওয়াত, জিতেন্দ্র মুখিয়া, আকাশ চান্দ, অমর সিং, গুলশান জিয়া, শহীদ আফ্রিদি, জনক প্রকাশ, রায়ান বার্ল এবং রহমানউল্লাহ গুরবাজ।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট