হায়দ্রাবাদকে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফে চেন্নাই

ক্রিকেট দুনিয়া October 1, 2021 888
হায়দ্রাবাদকে হারিয়ে প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফে চেন্নাই

গত আইপিএলে প্রথম দল হিসেবে গ্রুপ পর্বেই বাদ পড়েছিল চেন্নাই সুপার কিংস। এবার সেই চেন্নাই ২০২১ আইপিএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফে উঠলো চেন্নাই।


শারজাহতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে মাত্র ১৩৪ রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স হায়দরাদ। চাহার-ব্রাভোর দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি কেউ। সর্বোচ্চ ঋদ্ধিমান সাহা করেন ৪৪ রান। চাহার ৩ ও ব্রাভো ২ উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ বলেই লক্ষ্যে পৌছে যায় চেন্নাই। ওপেনিংয়ে ডু প্লেসি ও গায়কোয়ার্ডের ৭৫ রানের জুটির পর জয় পেতে আর খুব একটা কষ্ট করতে হয়নি। শেষ দিকে ধোনির অপরাজিত ১১ বলে ১৪ ও রায়ডুর ১৩ বলে ১৭ রানে সহজ জয় তুলে নেয় সিএসকি।


সংক্ষিপ্ত স্কোরঃ


সানরাইজার্স হায়দরাবাদ : ১৩৪/৭ (২০ ওভার)

ঋদ্ধিমান ৪৪, অভিষেক ১৮

হ্যাজলউড ২৪/৩, ব্রাভো ১৭/২


চেন্নাই সুপার কিংস : ১৩৯/৪ (১৯.৪ ওভার)

গাইকোয়াদ ৪৫, ডু প্লেসিস ৪১, মঈন ১৭, রাইডু ১৭*, ধোনি ১৪*

হোল্ডার ২৭/৩, রশিদ ২৭/১।


সূত্রঃ স্পোর্টসজোন২৪