মুস্তাফিজের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের পরেও হারলো রাজস্থান

ক্রিকেট দুনিয়া September 30, 2021 809
মুস্তাফিজের দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের পরেও হারলো রাজস্থান

গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ফিফটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার দুবাইয়ে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ বল হাতে থাকতেই ৭ উইকেটের জয় তুলে নেয় বেঙ্গালুরু। ম্যাক্সওয়েল ৩০ বলে ৬ চার ও ১ ছক্কায় খেলেন ৫০ রানের অপরাজিত ইনিংস। এ ছাড়া শ্রীকর ভারত খেলেন ৩৫ বলে ৪৪ রানের ইনিংস।


দলের হারেও রাজস্থানের পক্ষে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ৩ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া বাউন্ডারি লাইনে দারুণ এক প্রচেষ্টায় প্রতিপক্ষ ব্যাটারের ছক্কা রুখে দেন ফিজ। যে দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।


এদিন টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল রাজস্থান। উদ্বোধনী জুটিতে ৮.১ ওভারে ৭৭ রান তুলে দলটি। সেখান থেকে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি করতে পারেনি তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন এভিন লুইস। দারুণ বোলিং করেছেন বেঙ্গালুরুর বোলাররা। সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন হার্শেল প্যাটেল। ২টি করে উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল ও শাহবাজ আহমেদ।


এই জয়ে প্লে-অফের দৌড়ে সুবিধা জনক অবস্থানে রইল বেঙ্গালুরু। ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ দুটি স্থানে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। শীর্ষ থাকা চেন্নাই এক ম্যাচ কম খেলেছে। ১১ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস।


সূত্রঃ দেশ রূপান্তর