ইনজুরিতে আন্দ্রে রাসেল, একাদশে সুযোগ পাচ্ছেন সাকিব!

ক্রিকেট দুনিয়া September 27, 2021 1,096
ইনজুরিতে আন্দ্রে রাসেল, একাদশে সুযোগ পাচ্ছেন সাকিব!

গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং-এর সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। গতকাল চেন্নাই-এর বিপক্ষে চার রান বাঁচাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট লাগে রাসেলের। এরপর এই যন্ত্রণার কারণে মাঠ ছাড়তে হয় ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে।


আগামীকাল ২৮ সেপ্টেম্বর নিজেদের ১১তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে রাসেল খেলতে পারবেন কি না সেটি বলতে পারলেন না কলকাতা দলের মেন্টর ডেভিড হাসি। তাই আগামী কালকের ম্যাচের একাদশ অনেকটাই অনিশ্চিত আন্দ্রে রাসেল।


এই প্রসঙ্গে হাসি বলেন, “রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। রাসেল বলছিল, ওর হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে। যন্ত্রণাও অনুভব করছে। ওকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টা করা হবে। রাসেলের জন্য মেডিক্যাল দলের ব্যবস্থা করা হয়েছে।”


তিনি আরও বলেন,‘‘আশা করি, ওর চোট সে রকম গুরুতর নয়। আমাদের দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার ও। একটাই প্রার্থনা, রাসেল যেন দ্রুত সুস্থ হয়ে নাইট জার্সিতে মাঠে নামতে পারে।’’


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট