নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আইপিএলে আজ মাঠে নামছে মোস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়েলস। আইপিএলের প্লে অফের খেলতে হলে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়লাভ করতে হবে রাজস্থান রয়েলসকে।
দুবাইয়ে আইপিএলের ৪০ তম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত আটটায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান রয়েলস। আইপিএলের এবারের আসরে সবচে খারাপ গেছে হায়দ্রাবাদের। এখন পর্যন্ত আইপিএলে ৯ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জয়লাভ করেছে কেন উইলিয়ামসনের দল।
অন্যদিকে এই ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে রাজস্থান রয়েলসের প্লে অফের খেলা। ৯ ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান রয়েলস। আজকের ম্যাচে জয়লাভ করতে পারলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে যাবে মোস্তাফিজুর রহমানের দল।
তাইতো রাজস্থানের জন্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। একাদশে ফিরতে পারেন এভিন লুইস এবং ক্রিস মরিস। তবে আজকের ম্যাচের একাদশে নিশ্চিত মুস্তাফিজুর রহমান।
রাজস্থানের সম্ভাব্য একাদশ : জশস্বী জাসওয়েল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, এমকে লমরর, রায়ান পরাগ, রাহুল তেয়াতিয়া, কার্তিক তিয়াগি, চেতন সাকারিয়া, মোস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ : ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, কেদার যাদব, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রাশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট