রাতে মুখোমুখি হচ্ছে চেন্নাই-মুম্বাই, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া September 19, 2021 903
রাতে মুখোমুখি হচ্ছে চেন্নাই-মুম্বাই, দেখে নিন দুদলের সম্ভাব্য একাদশ

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের বাকি অংশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ প্রথম দিনে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচটি। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসের একাধিক চ্যানেলে।


আইপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে জয়লাভ করেছে মহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৭ ম্যাচের মধ্যে রোহিত শর্মার দল জয়লাভ করেছে চারটি ম্যাচে।


চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ: রতুরাজ গায়কওয়াড, মইন আলী, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার এবং অধিনায়ক) শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি/জোশ হ্যাজেলউড।


মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট কিপার), সূর্যকুমার যাদব, ইশান কিষান, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে/নাথান কুল্টার-নীল, জয়ন্ত যাদব /রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জাসপ্রিত বুমরাহ।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট