চতুর্দশ আইপিএলে সাকিব আল হাসান খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তারকা এই অলরাউন্ডার অবশ্য প্রথম পর্বে সব ম্যাচে খেলার সুযোগ পাননি। রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমান আবার সব ম্যাচেই খেলেছেন। দ্বিতীয় পর্বে তাদের অংশগ্রহণকে সামনে রেখে সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উন্মাদনা।
লিগ পর্বে কলকাতা এখন পর্যন্ত খেলেছে ৭টি ম্যাচ। সমান সংখ্যক ম্যাচ খেলেছে রাজস্থানও। দুই দলেরই বাকি রয়েছে আরও ৭টি করে ম্যাচ। এর মধ্যে রয়েছে দুই দলের মধ্যকার দ্বিতীয় লেগও। একনজরে দেখে নেওয়া যাক সাকিব-মুস্তাফিজদের খেলার বাকি অংশের সূচি-
• কলকাতা নাইট রাইডার্স
তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)
২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবুধাবি রাত ৮টা
২৩ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্স আবুধাবি রাত ৮টা
২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস আবুধাবি বিকাল ৪টা
২৮ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালস শারজা বিকাল ৪টা
১ অক্টোবর পাঞ্জাব কিংস দুবাই রাত ৮টা
৩ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদ দুবাই রাত ৮টা
৭ অক্টোবর রাজস্থান রয়্যালস শারজা রাত ৮টা
• রাজস্থান রয়্যালস
তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)
২১ সেপ্টেম্বর পাঞ্জাব কিংস দুবাই রাত ৮টা
২৫ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালস আবুধাবি বিকাল ৪টা
২৭ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদ দুবাই রাত ৮টা
২৯ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুবাই রাত ৮টা
২ অক্টোবর চেন্নাই সুপার কিংস আবুধাবি রাত ৮টা
৫ অক্টোবর মুম্বাই ইন্ডিয়ান্স শারজা রাত ৮টা
৭ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স শারজা রাত ৮টা।
সূত্রঃ বিডি২৪রিপোর্ট