মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কূলদীপ যাদব

ক্রিকেট দুনিয়া September 14, 2021 985
মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কূলদীপ যাদব

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে ইয়ন মরগানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রায়শই। বিশেষ করে চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে মরগানের নেতৃত্বে ভালো খেলতে পারেনি দল। দ্বিতীয় পর্ব শুরুর প্রাক্বালে মরগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দলটির ক্রিকেটার কূলদ্বীপ যাদব।


প্রথম পর্বে কূলদ্বীপ কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। ভারতের তুলনায় কম স্পিন বান্ধব সংযুক্ত আরব আমিরাটের পিচ। দ্বিতীয় পর্বে একাদশে সুযোগ মিলবে কি না তাও জানেন না। অনিশ্চয়তা মাথায় রেখেই মরগানের সমালোচনায় মুখর হলেন তিনি।


ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে মরগানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইপিএলের দলে ভারতীয় ও বিদেশি অধিনায়কের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘বিরাট পার্থক্য। আমি জানি না ইয়ন মরগান আমাকে কীভাবে দেখে! এসব ক্ষেত্রে যোগাযোগে একটা ব্যবধান তৈরি হয়ে যায়।’


কেন এই ব্যবধান বা পার্থক্য, তাও খোলাসা করেছেন কূলদ্বীপ। তারকা এই স্পিনার বলেন, ‘কোনো ভারতীয় অধিনায়ক থাকলে তাকে গিয়ে জিজ্ঞেস করা যায়- কেন আমাকে খেলানো হচ্ছে না। ধরা যাক রোহিত শর্মা অধিনায়ক। তাহলে আমি তাকে গিয়ে খোলা মনে জিজ্ঞাসা করতে পারি যে কীভাবে আরও উন্নতি করা যায় বা দলে আমার ভূমিকা কী।’


কূলদ্বীপের দাবি, অধিনায়ক মরগানের কোনো সমর্থনই পাননি তিনি। তাঁর ভাষায়, ‘অধিনায়ককে আগ্রহ দেখাতে হবে যে, উনি আমার থেকে কী চাইছেন। মরগানের ক্ষেত্রে এটা হয় না। মনে হয় যেন আমার দক্ষতার ওপর দলের কোনো আস্থাই নেই। যখন দলে অনেক বিকল্প থাকে তখন এটাই হয়। কেকেআরে এখন অনেক স্পিনার।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪