জিম্বাবুয়ের সবসময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ব্রেন্ডন টেইলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দিয়ে জাতীয় দলের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান।
রোববার (১২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে করা পোস্টে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩৪ বছর বয়সী টেইলর। ২০০৪ সালে জিম্বাবুয়ের হয়ে অভিষেক টেইলরের। ওয়ানডে ফরম্যাটে তিনি নিজেকে সবচেয়ে বেশি মেলে ধরতে পেরেছেন। এই ফরম্যাটে ২০৪ ম্যাচে ৬৬৭৭ রান তার। সেঞ্চুরি ১১টি, ফিফটি ৩৯টি।
৩৪ টেস্টে ৬ সেঞ্চুরি ও ১২ ফিফটিতে ২৩২০ রান করেছেন। ৪৫ টি-টোয়েন্টিতে ৬ ফিফটিতে তার রান ৯৩৪। প্রথম মেয়াদে জিম্বাবুয়েকে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত নেতৃত্ব দেন টেইলর। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে সেই আসরের পর কলপ্যাক চুক্তিতে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন তিনি।
২০১৭ সালে নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তি শেষের পর আবারো দেশের হয়ে খেলতে শুরু করেন। জিম্বাবুয়েকে এরপর নেতৃত্বও দিয়েছেন। সব মিলিয়ে ৭১টি ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন টেইলর। বিদায়কালে আবেগঘন বার্তায় তিনি লিখেন, ১৭ বছর ধরে চরম উঠানামার ভেতর দিয়ে গেলেও আমি এটা এক মুহূর্তের জন্যও বদলাতে চাইব না। – ক্রিকইনফো/ আমাদের সময়