বিশ্বকাপের জন্য দল ঘোষণার সময়সীমা ছিল গত ১০ সেপ্টেম্বর। তবে নির্ধারিত সময়ে চূড়ান্ত দল দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দুদিন পর আজ (১২ সেপ্টেম্বর) দল দিয়েছে লঙ্কানরা। ১৫ সদস্যের দলে চমক ‘রহস্য স্পিনার’ মাহিশ থিকশানা।
মাত্র একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন ‘নতুন মেন্ডিস’ নামে পরিচিত এই স্পিনার। ১৫ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে ৪ ক্রিকেটারকে রেখেছে শ্রীলঙ্কা। অধিনায়ক ঘোষণা করা হয়েছে দাসুন শানাকাকে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদিপ, দুশমন্থ চামিরা, প্রাভিন জয়াবিক্রমা, লাহিরু মাদুশঙ্কা ও মাহিশ থিকশানা।
রিজার্ভ: লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া ও পুলিনা থারাঙ্গা।
সূত্রঃ ঢাকা পোস্ট