আইপিএলে খেলতে রাতে আরব আমিরাতে যাচ্ছেন সাকিব

ক্রিকেট দুনিয়া September 12, 2021 780
আইপিএলে খেলতে রাতে আরব আমিরাতে যাচ্ছেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর বাকি অংশ হিসেবে আজ রাতেই দেশ হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে বাকি অংশ। এ পর্বে দুবাইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।


একই দিনে পরের ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের প্রথম অংশে রাজস্থান রয়্যালসের দলে খেলেছিলেন ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান এবং কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন সাকিব আল হাসান।


আইপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয়লাভ করেছে তারা। টুর্ণামেন্টে এখনো তাদের বাকি রয়েছে সাতটি ম্যাচ। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই ২০ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স।


এরপর ২৩ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ২৬ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা। ২৮ সেপ্টেম্বর দিল্লি ক্যাপিটালস। ১ অক্টোবর পাঞ্জাব কিংস। ৩ অক্টোবর সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং শেষ ম্যাচে ৭ অক্টোবর রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে কলকাতা।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট