শেষ মুহূর্তে এসে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা। এই দল পরিবর্তন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ১৬টি দল। ১৬ দলের মধ্যে সবার শেষে দল ঘোষণা করল শ্রীলঙ্কা। আগামী ১০ অক্টোবরের মধ্যে দলে আনা যাবে পরিবর্তন। তাই একমাসের ভেতরে দল পরিবর্তনেরও সুযোগ পাবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
দাসুন শানাকাকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল। দলে বেশির ভাগ ক্রিকেটারই তরুণ। অভিজ্ঞদের মধ্যে আছেন কেবল দীনেশ চান্দিমাল।
তরুণরা প্রাধান্য পাওয়া এই স্কোয়াডে জায়গা পাননি মালিঙ্গা। অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক মালিঙ্গার অধ্যায়ের অনানুষ্ঠানিক ইতি টানা হয়ে গেল।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।
সংরক্ষিত খেলোয়াড় : নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।
সূত্রঃ বিডি ক্রিক টাইম