সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল বোর্ড সভাপতি পাপনের?

ক্রিকেট দুনিয়া September 11, 2021 976
সাকিবের সঙ্গে কী কথা হয়েছিল বোর্ড সভাপতি পাপনের?

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে বিশ্রামে ছিলেন সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। মাঠে না থাকলেও ভিআইপি গ্যালারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বসে খেলা দেখতে দেখা গেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এ সময় তাদের দুজনের মধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলাপচারিতা হয়।


বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। টানা তিন সিরিজে জিতলেও প্রস্তুতি ঠিক কতটা হয়েছে তা নিয়ে আলোচনা কিংবা সমালোচনা হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বিসিবি প্রধানের সঙ্গে দলের বিশ্বকাপ ভাবনা নিয়ে আলাপ করেন সাকিব আল হাসান। বোর্ড প্রধানকে দল নিয়ে আশ্বস্ত করেছেন তিনি।


সাকিবের সঙ্গে কি কথা হয়েছিল, এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘সাকিবের সাথে কথা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা তা ঠিকঠাক করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা প্ল্যান মাথায় ছিল অরিজিনালি সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। সুতরাং এটা একটা সমস্যা ছিল আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। এগুলো নিয়ে একটু সমস্যা ছিল।’


তিনি বলেন, ‘প্রথম এক বছর তো গেছে প্যানিকড (করোনাভাইরাসের পরিস্থিতি) খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলবো না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি।’


বোর্ড প্রধান বলেন, ‘সাকিব আমাকে বলছে আমাদের ভালো সুযোগ (বিশ্বকাপে) আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে তার মানে দলের উপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।’


সূত্রঃ আমাদের সময়