বাতিল হলো পঞ্চম টেস্ট, সিরিজ জিতলো ভারত

ক্রিকেট দুনিয়া September 10, 2021 972
বাতিল হলো পঞ্চম টেস্ট, সিরিজ জিতলো ভারত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই ম্যাচটি ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ ছিল। এই ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় সিরিজ জিতে নিল ভারত।


প্রথম টেস্টের পর সিরিজের বাকি তিনটি ম্যাচই দেখেছে ফলাফল। সিরিজে এগিয়ে যাওয়া ভারত চতুর্থ টেস্ট শেষেও ছিল ২-১ ব্যবধানে এগিয়ে। স্বভাবতই সিরিজ জয় করেছে বিরাট কোহলির দল।


ম্যানচেস্টারে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ছিল শুক্রবার (১০ সেপ্টেম্বর)। ম্যাচ শুরুর ঘণ্টা তিনেক আগে জানানো হয়, টেস্টের প্রথম দিনে বল মাঠে গড়াবে না। তখন ধারণা করা হয়েছিল, ম্যাচ ২-১ দিন পিছিয়ে যেতে পারে।


তবে এর কিছুক্ষণ পর ম্যাচ অফিসিয়ালরা ম্যাচ বাতিলের ঘোষণা দেন। ইসিবি জানায়, দুই বোর্ডের যৌথ আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইসিবি জানিয়েছে, খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের স্কোয়াডে কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন বলে আভাস পাওয়া গেছে।


ইসিবির দাবি, করোনায় হানায় ভারতের পক্ষে একাদশ সাজানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর আগে দলটির কোচিং ও সাপোর্ট স্টাফের বেশ কয়েকজন সদস্য করোনা পজিটিভ চিহ্নিত হন।


সূত্রঃ বিডি ক্রিক টাইম