নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো আফগানিস্তান

ক্রিকেট দুনিয়া September 10, 2021 940
নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো আফগানিস্তান

অনেকটা কালক্ষেপণ করেই রশিদ খানকে অধিনায়ক করে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে আফগানিস্তান। কয়েক মিনিটের ব্যবধানে অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন রশিদ খান। তার এই সিদ্ধান্তের কোন প্রতিবাদ করেনি এসিবি। নতুন অধিনায়ক হিসেবে আরেক অলরাউন্ডার মোহাম্মদ নবীকে দায়িত্ব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।


টুইট বার্তায় রশিদ খান জানিয়েছিলেন, একজন অধিনায়ক হিসেবে দল নির্বাচনের পরামর্শের ভুমিকায় তারও থাকার অধিকার রয়েছে। কিন্তু তাকে কিছু না জানিয়েই দল ঘোষণা করা হয়, তাই তিনি অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এসিবিও তার সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে, সেই সাথে জানিয়ে দিয়েছে বিশ্বকাপ দলে কোন পরিবর্তন হবেনা।


এসিবি এক বিবৃতিতে জানায়, ‘রশিদ খানের পদত্যাগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। তার জায়গায় মোহাম্মদ নবীকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অধিনায়ক এবং নাজিবউল্লাহ জাদরানকে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। এটি স্পষ্টভাবে উল্লেখ্য যে, বিশ্বকাপের জন্য ঘোষিত দলে কোনো পরিবর্তন হবে না।’


এদিকে অধিনায়কত্ব পাওয়ার পর টুইট বার্তায় দেশকে ভালো কিছু উপহার দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করে মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, ‘এই সঙ্কটময় সময়ে আমাকে জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটো অধিনায়কত্ব দেওয়ার জন্য এসিবির সিদ্ধান্তের প্রসংশা করছি৷ ইনশাআল্লাহ আমরা একসাথে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতির একটি সুন্দর ছবি উপস্থাপন করতে পারবো।’


একনজরে আফগানদের বিশ্বকাপ স্কোয়াড


মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শহীদী, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক),, মুজিব উর রহমান, করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন উল হক, হামিদ হাসান, শরফউদ্দিন আশরাফ, দাওলাত জাদরান, শাপুর জাদরান, কাইস আহমেদ।


রিজার্ভ খেলোয়াড় : আফসার জাজাই, ফরিদ আহমাদ মালিক।


সূত্রঃ স্পোর্টসজোন২৪