টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

ক্রিকেট দুনিয়া September 9, 2021 1,328
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

টেম্বা বাভুমার নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রায় ৯ মাস ধরে দলের বাইরে থাকা ফাফ ডু প্লেসি নেই স্কোয়াডে। সংরক্ষিত তালিকায় আছেন তিন খেলোয়াড়।


বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খেলবে গ্রুপ ১ এ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুইটি দল।


দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, বিওর্ন ফরটান, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও র‍্যাসি ফন ডান ডুসেন।


স্ট্যান্ডবাই : জর্জ লিন্ড, উইলিয়াম লিজাড ও অ্যান্ডিলে ফেহশুকাইয়ো।


সূত্রঃ বিডি ক্রিক টাইম