টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া September 9, 2021 1,273
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বকাপে খেলতে যারা যাবেন সেটি জানায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যথারীতি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে। সহ অধিনায়ক হিসেবে থাকছেন সাকিব আল হাসান।


আগেই বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ফলে চোট কাটিয়ে দেড় বছর পর তার টি-টোয়েন্টি দলে ফেরা না ফেরা নিয়ে তৈরি হওয়া শঙ্কা ইতোমধ্যে উড়ে গেছে। ১৫ সদস্যের স্কোয়াডে চলমান নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা ক্রিকেটাররাই আছেন স্বাভাবিকভাবেই।


নেই তেমন কোন চমক। আগামী ১৭ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। প্রথমে আট দল নিয়ে ওমানে হবে বাছাই পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওমানের সঙ্গে রয়েছে বাংলাদেশ।


বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর ওমানের বিপক্ষে। তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে।


সুপার টুয়েলভ পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্ব শেষে যোগ দেবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপ রানার আপ।


‘বি’ গ্রুপে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, ও আফগানিস্তান। বাছাই পর্ব শেষে যোগ দেবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপ রানার আপ।


বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডঃ

মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।


রিজার্ভ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।


সূত্রঃ স্পোর্টসজোন২৪