টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ওমান

ক্রিকেট দুনিয়া September 9, 2021 1,074
টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল ওমান

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ এর সহ-আয়োজক ওমান তার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। তাদের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছন অভিজ্ঞ খেলোয়াড়রা। দলের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ জীশান মাকসুদ


২০১৬ সালে টি -টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ স্তরের স্বাদ পেয়েছিল ওমান। তারা ভারতে টি -টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে জায়গা করে নিতে সফল হয়। এবার ঘরের মাঠে বিশ্বকাপে হওয়ায় তারা আশাবাদী যে তারা গ্রুপ বি -তে সেরা দুই দলে জায়গা করে নিতে পারবে।


গ্রুপ বি তে আছে বাংলাদেশ, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি। ঘরোয়া পরিস্থিতি ওমানের জন্য থাকবে, তাই তাদের সামান্য সুবিধা হতে পারে। তবে বাংলাদেশের সাথে জিততে হলে বড় পরিক্ষায় দিতে হবে ওমানকে।


টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওমানের দল – জীশান মাকসুদ (ক্যাপ্টেন), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খাওয়ার আলী, মহম্মদ নাইম, আয়ান খান, সুরজ কুমার, সন্দীপ গৌদ, নেস্টর ধাম্বা, কলিমুল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফয়েজ বাট, খুররাম খান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪