নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া September 8, 2021 699
নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডকে এবারই প্রথম সিরিজ হারাল টাইগাররা। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা টাইগাররা এগিয়ে আছে ৩-১ ব্যবধানে।


বুধবার (৮ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি কিউইরা। নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে সফরকারী দলের ইনিংস থামে মাত্র ৯৩ রানে, ১৯.৩ ওভারে।


দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন উইল ইয়ং, ৪৮ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে। ২৬ বল মোকাবেলা করা ল্যাথামের ব্যাট থেকে আসে ২১ রান।


বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ১০ রানের খরচায় ও মুস্তাফিজুর রহমান ১২ রানের খরচায় চারটি করে উইকেট শিকার করেন। নাসুম ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ম্যাচে দুটি মেডেন ওভারের কীর্তি গড়েন।


জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮ রানে লিটন দাসকে (১১ বলে ৬ রান) হারায় স্বাগতিকরা। নাঈম শেখকে ক্রিজে রেখে বিদায় নেন সাকিব আল হাসানও (৮ বলে ৮ রান)। মুশফিকুর রহিম সিরিজে দ্বিতীয়বারের মত শূন্য রানে ফেরেন সাজঘরে। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে দল পড়ে যায় ভীষণ চাপে।


তখন পরিস্থিতি সামাল দেন নাঈম ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ৩৫ রানের পার্টনারশিপ। উইকেট সামলাতে গিয়ে অবশ্য শ্লথ হয়ে যায় রানের গতি। নাঈম দলীয় ৬৭ রানে সাজঘরে ফেরার আগে ৩৫ বলে করেন ২৯ রান, হাঁকান একটি করে চার-ছক্কা।


এরপর আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে মূল লড়াইটা চালিয়ে যান অধিনায়ক। দেখেশুনে খেলে জয় নিশ্চিত করেন ম্যাচের শেষ ওভারে। বাংলাদেশ পায় ৬ উইকেটের জয়। ১টি চার ও ২টি ছক্কা হাঁকানো রিয়াদ ৪৮ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন। ১০ বলে ৬ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন আফিফও।


কিউইদের পক্ষে এজাজ পেটেল ৪ ওভার বল করে ২ উইকেট শিকার করেন মাত্র ৯ রানের খরচায়।


সংক্ষিপ্ত স্কোর


টস : নিউজিল্যান্ড


নিউজিল্যান্ড : ৯৩/১০ (১৯.৩ ওভার)

ইয়ং ৪৬, ল্যাথাম ২১

নাসুম ৪-২-১০-৪, মুস্তাফিজ ৩.৩-০১২-৪, সাইফউদ্দিন ৩–০-১৬-১, মেহেদী ৪-০-২১-১


বাংলাদেশ : ৯৬/৪ (১৯.১ ওভার)

রিয়াদ ৪৩*, নাঈম ২৯

এজাজ ৯/২, ম্যাককঞ্চি ৩৪/১


ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।


সূত্রঃ বিডি ক্রিক টাইম