দুই সন্তানের মা’কে বিয়ে করেও বিচ্ছেদ হলো ধাওয়ানের সংসারে

খেলাধুলার বিবিধ September 8, 2021 1,373
দুই সন্তানের মা’কে বিয়ে করেও বিচ্ছেদ হলো ধাওয়ানের সংসারে

বিয়ের প্রায় নয় বছর পরে বিচ্ছেদ হয়ে গেল শিখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সংসার। এখনও ধাওয়ান এ ব্যাপারে কিছু না জানালেও তার স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই (এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল) জানায় তার বিবাহ বিচ্ছেদের খবর।


ধাওয়ান ২০১২ সালে মেলবোর্নের ভারতীয় বংশদ্ভূত বক্সার আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রীর আগের বিয়ের দুই কন্যা সন্তানের দায়িত্বও নিয়েছিলেন ধাওয়ান। তবে ধাওয়ান এবং আয়েশার একমাত্র পুত্রও রয়েছে- জোরোভার।


আয়েশার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এই খবর শেয়ার করেন প্রথমে। আয়েশা ধাওয়ান মঙ্গলবার নিজের একাউন্টর ‘আয়েশা ধাওয়ান’ ডিলিট করে ফেলেছেন। নতুন একাউন্ট ‘আয়েশা মুখার্জি’। ধাওয়ানের পরিবারের এক ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদসংস্থার কাছেও এই বিচ্ছেদের খবর স্বীকার করে নিয়েছেন।


সূত্রঃ স্পোর্টসজোন২৪