বেয়ারস্টোকে আঘাত করায় গ্রেফতার হলেন জার্ভো

ক্রিকেট দুনিয়া September 4, 2021 1,083
বেয়ারস্টোকে আঘাত করায় গ্রেফতার হলেন জার্ভো

টানা তিন ম্যাচে অনধিকার প্রবেশের পর এবার কারাগারে ঢুকতে হলো জার্ভোকে। তবে মাঠে প্রবেশ নয়, জার্ভোকে গ্রেফতার করার মূল কারণ জনি বেয়ারস্টোকে আঘাত করা। ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে, লর্ডসে ভারতের জার্সি পরে ভারতের পক্ষে ফিল্ডিং করতে নেমে যান ড্যানিয়েল জার্ভিস বা জার্ভো।


হেডিংলিতে পরের ম্যাচেই আবার মাঠে নামেন তিনি। ব্যাট হাতে ভারতের পক্ষে ব্যাটিং করতে নেমেছিলেন এই প্রাঙ্কস্টার। ফলে হেডিংলিতে তাকে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়।


হেডিংলিতে নিষিদ্ধ হয়ে ও জরিমানা গুনেও থামেননি জার্ভো। দ্য ওভালেও আবার একই কাজ করেছেন তিনি। এবার বল হাতে নামেন ভারতের পক্ষে বোলিং করতে। ম্যাচের দ্বিতীয় দিন ৩৩.২ ওভারে তখন ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান। ব্যাটিংয়ে ছিলেন ওলি পোপ, নন স্ট্রাইক প্রান্তে জনি বেয়ারস্টো। বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন উমেশ যাদব।


তখন হঠাৎ করে গ্যালারি থেকে দ্রুত বেগে দৌঁড়ে মাঝ মাঠে চলে আসেন ড্যানিয়েল জার্ভিস বা জার্ভো। দ্রুত বেগে দৌঁড়ে এসে নন স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টোকে সজোরে ধাক্কাও দেন তিনি। এবার তার লক্ষ্য ছিল ভারতের পক্ষে বোলিং করা। নিরাপত্তারক্ষীরাও তৎক্ষণাৎ মাঠে এসে তাকে নিয়ে যান।


জার্ভোর এই হঠাৎ আগমন ও পেছন থেকে আকস্মিক ধাক্কা খেয়ে চমকে যান বেয়ারস্টো। ফলে বেয়ারস্টোকে আঘাতের দায়ে গ্রেফতার করা হয়েছে জার্ভোকে।


লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, “আঘাত করার দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি শুক্রবার, ৩ সেপ্টেম্বর দ্য ওভাল ক্রিকেট গ্রাউন্ডে ঘটে। তিনি এখন পুলিশ হেফাজতে দক্ষিণ লন্ডনের পুলিশ স্টেশনে আছেন।”


সূত্রঃ বিডিক্রিকটাইম