জমজমাট লড়াই হলো দ্বিতীয় টি-টোয়েন্টিতে। আগের ম্যাচে লো স্কোরিংয়ের কারণে উইকেট নিয়ে যে সমালোচনা, তা যেন থামিয়ে দিলো এই ম্যাচ। ব্যাটসম্যান-বোলার সবাই সুবিধা আদায় করল। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান।
মোস্তাফিজুর রহমানের প্রথম বলে কোল ম্যাককনচি ৩ রান নেন। দ্বিতীয় বলে ১ রান নেন ল্যাথাম। তৃতীয় বলে ম্যাককনচির ডাবলস। চতুর্থ বলে এক রান করতে পারেন তিনি। তাতে শেষ দুই বলে ১৩ রানের অসম্ভব লক্ষ্য পায় কিউইরা।
তবে মোস্তাফিজ পঞ্চম বলটি নো দিলে উত্তেজনা ফিরে ম্যাচে, আসে বাউন্ডারিও। তাতে ২ বলে লক্ষ্য দাঁড়ায় ৮ রান। ফ্রি হিট থেকে দুটি রান করেন ল্যাথাম। শেষ বলে ছক্কা মারতে পারেননি অধিনায়ক। ৪ রানে জিতে যায় বাংলাদেশ।
নিউ জিল্যান্ড: ১৩৭/৫
বাংলাদেশ: ১৪১/৬।
সূত্রঃ রাইজিংবিডি