শুক্রবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন না নিয়েই এই ম্যাচে মাঠে নেমেছে তারা। ধরে রেখেছে উইনিং কম্বিনেশন। এ ম্যাচটি বিশেষ ক্যান্সার যোদ্ধাদের উৎসর্গ করার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। যেখানে ব্লেইর টিকনারের পরিবর্তে হামিশ বেনেট এবং জ্যাকব ডাফির জায়গায় সুযোগ পেয়েছেন বেন সিয়ার্স।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল-
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল/ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম (অধিনায়ক এবং উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাককনি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট এবং বেন সিয়ার্স।
সূত্রঃ ঢাকা পোস্ট/ ক্রিকফ্রেন্জি