প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টানা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার কারণে এ উন্নতি টাইগারদের। বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইসিসি প্রকাশিত সবশেষ হালনাদাগে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
জিম্বাবুয়ে সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে ফেরে বাংলাদেশ। গেলো মাসে নিজেদের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারায় টাইগাররা। সবশেষে আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।
এই সপ্তম স্থানে উঠে আসতে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট এখন ২৩৮, আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ২৩৪। বাংলাদেশের পরে থাকা আফগানদের ২৩৬ আর লঙ্কানদের ২৩৫।
এছাড়া ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ২৩৪, ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের ১৯৩ ও ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডের রেটিং পয়েন্ট ১৮৭।
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। আর দ্বিতীয় স্থানে ভারত। অন্যদিকে একধাপ উন্নতি হয়ে তৃতীয় স্থানে উঠেছে পাকিস্তান। - স্পোর্টসজোন২৪