টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা আমার ঠিক হবে না : তামিম ইকবাল

ক্রিকেট দুনিয়া September 1, 2021 738
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা আমার ঠিক হবে না : তামিম ইকবাল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য নিজেই নিশ্চিত করেছেন তামিম ইকবাল। ফেসবুক লাইভে এসে তিনি জানিয়েছেন বিশ্বকাপের আগে তিনি ফিট হলেও দলের স্বার্থে তিনি বিশ্বকাপে খেলতে চান না।


ইনজুরির কারণে বর্তমানে বিশ্রামে আছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সর্বশেষ গত বছর মার্চে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল হতে হবে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। এরপর নিয়মিত ওয়ানডে ম্যাচ খেললেও টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরা হয়নি তার।


যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে নেই তামিম ইকবাল। তবে অনেকেই ধারণা করছিল বিশ্বকাপে খেলবেন তামিম ইকবাল।


কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে তামিম ইকবাল জানান, “আমি কিছু সময় আগে আমাদের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সাথে কথা বলেছি। আমি আপনাদের সাথেও সেই কথাগুলো শেয়ার করতে চাই।


“আমি উনাদেরকে বলেছি, আমার মনে হয় না আমার বিশ্বকাপের দলে থাকা উচিত। এটার দুই তিনটি কারণ আছে। প্রথম কারণ আমি বেশ কয়েকদিন ধরে এই ফরম্যাটে খেলছি না। দ্বিতীয় কারণ ইনজুরি, কিন্তু আজ যদি আমার মনে হয়না অনেক বড় সমস্যা। কারণ আমি বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।”


“আমার কাছে মনে হয় যেহেতু আমি শেষ ১৫-১৬ টা টি-টোয়েন্টি ম্যাচ খেলি নাই, আমার জায়গায় যারা খেলছিল আমি হঠাৎ করেই দলে তাদের জায়গা নিয়ে নেই তাহলে সেটা ভালো দেখাবে না। হয়তো আমি বিশ্বকাপের দলে থাকতাম! আমি জানিনা…. কিন্তু আমার কাছে মনে হয় না এটা ঠিক হইতো। বিশ্বকাপে আপনারা আমাকে দেখবেন না। তবে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমি অবসর নিচ্ছি না”।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট