অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও ম্যাচ শেষে করমর্দন করবে না

ক্রিকেট দুনিয়া September 1, 2021 633
অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও ম্যাচ শেষে করমর্দন করবে না

আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেও ম্যাচ শেষে অস্ট্রেলিয়া সিরিজের মতোই হাত না মেলানোর রীতি চালু থাকবে।


বাংলাদেশের বিপক্ষে সিরিজে ম্যাচ শেষে টাইগারদের সাথে করমর্দন করেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। করোনাভাইরাসের এই সময়ে তারা কোনো ঝুঁকি নিতে চায়নি বলে আগে থেকেই জানিয়ে দিয়েছিল এই নিয়ম মেনে চলার কথা।


নিউজিল্যান্ডও সেই ধারা বজায় রাখছে। তারাও ম্যাচ শেষে টাইগারদের সাথে হাতে মেলাবে না। নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মতোই দূর থেকে হাত তালি দিয়ে সংহতি প্রকাশ করবে।


সূত্রঃ বিডিক্রিকটাইম