পরিবর্তন হলো নিয়ম, ফেরত আসবে গ্যালারিতে যাওয়া বল

ক্রিকেট দুনিয়া September 1, 2021 954
পরিবর্তন হলো নিয়ম, ফেরত আসবে গ্যালারিতে যাওয়া বল

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগের দিন পরিবর্তন এসেছে নিয়মে। বিসিবির সূত্র থেকে জানা গিয়েছে, গ্যালারিতে বল গেলে তা ফেরত আনা হবে এবং তা দিয়ে খেলা চালানো হবে।


বল ফেরত পাঠানোর দায়িত্বে থাকবেন বায়োবাবলের ভেতরে থাকা গ্রাউন্ডসম্যানরা। তারা বল স্যানিটাইজ করে ফেরত পাঠাবেন। তবে গ্রাউন্ডসম্যানদের থেকে অনেক দূরে বল পড়লে বা বল ফেরত আনতে বেশ সময় লাগতে পারে এমন জায়গায় বল গেলে নতুন বল এনে খেলা পরিচালনা করা হবে।


সূত্রঃ বিডিক্রিকটাইম