দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

ক্রিকেট দুনিয়া September 1, 2021 810
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করলো শ্রীলঙ্কা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার আসন্ন সীমিত ওভারের সিরিজের জন্য ২২ জনের দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচকরা। এই দলে প্রত্যাবর্তন হয়েছে দিনেশ চান্ডিমালের। করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশন শেষ করে স্কোয়াডের অংশ হয়েছেন কুশল পেরেরা।


এই বছরের মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে জাতীয় দলের জার্সি পরেননি চান্ডিমাল। এর মধ্যে বাংলাদেশ, ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে লঙ্কানরা। এবার এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে দলে ফিরে পেল তারা। দাসুন শানাকার নেতৃত্বে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা, ধনঞ্জয়া ডি সিলভা তার ডেপুটি থাকবেন।


নতুন মুখ হিসেবে দলে এসেছেন লাহিরু মাদুশানাকা, মহেশ থিকশানা ও পুলিনা থারাঙ্গা। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই প্রতিদ্বন্দ্বিতা চলবে ২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই দুই দলের শেষ আন্তর্জাতিক লড়াই।


শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল:

দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসা, পাথুম নিশানকা, চারিথ আসালানকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্ডো, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, প্রবীণ জয়াবিক্রমা, লাহিরু কুমারা, লাহিরু মাদুশানকা, পুলিনা থারাঙ্গা, মহেশ থিকশানা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪