নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি টাইগারদের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া August 31, 2021 998
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি টাইগারদের সম্ভাব্য একাদশ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামছে টাইগাররা। বিকেল ৪ টায় মাঠের লড়াইয়ে নামবে দুই দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপটে সিরিজ জয়ের পর কিউইদের বিপক্ষেও নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। একনজরে দেখে নেওয়া যাক যেমন হতে পারে টাইগারদের একাদশ।


কিউইদের বিপক্ষে স্কোয়াডে লিটন ফেরায় ওপেনিংয়ে যে লিটন ফিরছেন এতে কোন সন্দেহ নেই। তার সাথে জুটিতে ফিরতে পারেন নাইম শেক। সে ব্যাপারে কোচ ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। তিন নম্বরে খেলবেন সাকিব আল হাসান।


চার নম্বরে ফিরছেন দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পাঁচ নম্বরে খেলতে পারেন গেল সিরিজে পারফর্ম করা আফিফ হোসেন ধ্রুব। ছয় নম্বরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের পর ফিনিশারের ভুমিকাতে দেখা যেতে পারে শেখ মাহেদীকে।


আট নম্বরে পেস বোলিং অলরাউন্ডার মো সাইফুদ্দিনের পর তিন জন বোলার মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম। তবে অতিরিক্ত এক ব্যাটসম্যানকে খেলাতে চাইলে টিম ম্যানেজমেন্ট শরিফুলকে ড্রপ দিতে পারে, সেই হিসেবে সাইফুদ্দিনের আগের পজিশনে জায়গা পেতে পারেন শামীম অথবা সোহান।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান, মো সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।


সূত্রঃ স্পোর্টসজোন২৪