গত বছর মার্চে সর্বশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এরপর নানা কারণে টি-টোয়েন্টি জার্সিতে ফেরা হয়নি তামিম ইকবালের। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ইনজুরির কারণে মাঠের ছিলেন না তামিম ইকবাল।
যদিও এই সিরিজে ইচ্ছা করলে খেলতে পারতেন তামিম ইকবাল কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখেই দীর্ঘদিনের জন্য বিশ্রামে যান তামিম ইকবাল। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে নেই তিনি। তবে প্রশ্ন উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তামিম ইকবালকে?
দীর্ঘদিন ধরেই এই নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছিল নানা আলোচনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানিয়েছিলেন ফিট থাকলে অবশ্যই বিশ্বকাপে খেলবেন তামিম ইকবাল। তবে আজ এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে তিনি কিছু পরিষ্কার করে না বললেও ধারণা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তামিম ইকবাল।
তামিম ইকবাল বিশ্বকাপ কি দলে থাকবেন? এমন প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা তো আমার ও কোচের মধ্যে আলোচনা হয়েছে। নির্বাচকেরাও আছেন, আর সম্ভবত আপনারাও খুব শিগগির জানতে পারবেন, কী হতে যাচ্ছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট