দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার এর দায়িত্ব পালন করছেন মুশফিকুর রহিম। এই মুহূর্তে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইতিহাসের সর্বকালের সেরা উইকেটকিপার ব্যাটসম্যান। কিন্তু সম্প্রতি সময়ে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত উইকেট কিপিং-এর কারণে নজর কেড়েছেন কাজী নুরুল হাসান সোহান।
যার করণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে উইকেট কিপিং করবেন কাজী নুরুল হাসান সোহান এবং পরবর্তী ২ ম্যাচে উইকেট কিপিং করবেন মুশফিকুর রহিম। উইকেট কিপিং-এর এই ভাগাভাগিতে ক্রিকেট অঙ্গনে চলছে নানা আলোচনা।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য জানালেন, দায়িত্ব ভাগাভাগি নিয়ে মুশফিক বা সোহান অখুশি নন, বরং দুজনই খুশি। আজ সংবাদ সম্মেলনে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন,
“প্রভাবের কিছু নেই। মুশফিক দলের একজন সদস্য। সে দারুণ একজন সতীর্থ। সোহানের সাথে কিপিং ভাগাভাগি করতে পেরে সে খুশি। সবকিছু ঠিকাছে। মুশফিক খুশি, সোহানও খুশি। সোহান ইদানীং অনেক ভালো করছে। মুশফিক তো কয়েক বছর ধরেই ভালো করছে। কাজের চাপ ভাগাভাগি করে নিলে দলের জন্যই ভালো হবে।”
“আমি কোন অসুবিধা দেখি না। তারা দুজনেই খুশি আছে, টিম ম্যানেজমেন্টও খুশি। এই জিনিস নিয়ে আমাদের খুব একটা ভাবনা নেই। লিটনের কিপিংয়ের কথা তো এখনও বলাই হয়নি! সবাই সমানভাবে ভালো করছে। পুরো দলই এ ব্যাপারে ইতিবাচক”।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট