বিশ্বের অন্যতম সেরা চার ব্যাটসম্যান বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসন ও স্টিভেন স্মিথকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় বাবর আজম। ২০১৮ সাল থেকে তিন ফরম্যাটে সবচেয়ে বেশি রান পাকিস্তান অধিনায়কের।
সব শেষ তিন বছর থেকে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বাবরের রান ৫৫২০। যেখানে ১২টি সেঞ্চুরি ও ৩৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন বাবর। তার ব্যাটিং গড় ৫২.২০। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৫২ রানের।
বাবরের পর দ্বিতীয় সর্বোচ্চ রান ভারত অধিনায়ক কোহলির। তার রান ৫১২০। ১২ টি সেঞ্চুরি ও ৩২ টি হাফ-সেঞ্চুরি করেছেন। গড় ৫৩ দশমিক ৯৩। সর্বোচ্চ ইনিংস ২৫৪* রানের।
৪৮ দশমিক ৭৫ গড়ে ৪৫৩৪ রান করে এক্ষেত্রে তৃতীয় স্থানে ইংল্যান্ড অধিনায়ক রুট। ১৩টি সেঞ্চুরি করেছেন তিনি। হাফ-সেঞ্চুরি ১৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২২৮ রানের।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ। ৫৩ দশমিক ৯৩ গড়ে ৮টি সেঞ্চুরি ও ১৮টি হাফ-সেঞ্চুরিতে ৩৩৯৮ রান উইলিয়ামসনের। সর্বোচ্চ ইনিংস ২৫১ রানের। ৫৪ দশমিক ১০ গড়ে ২৬৫১ রান করেছেন স্মিথ। সেঞ্চুরি ৭টি ও হাফ-সেঞ্চুরি ১৫টি।
সূত্রঃ স্পোর্টসজোন২৪