নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া August 30, 2021 1,418
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪:০০ টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে বিটিভি, জিটিভি এবং টি স্পোর্টস চ্যানেলে


ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ। এদিকে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে যোগ হয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের একাদশেও দেখা যেতে পারে এই দুইজনকে।


আসুন জেনে নেই কেমন হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওপেনিংয়ে ভালো কিছু করতে পারেননি সৌম্য সরকার। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন তিনি।


তাইতো ওপেনিংয়ে নাঈম শেখের সাথে দেখা হতে পারে লিটন দাসকে। তৃতীয় এবং চতুর্থ স্থানে সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের একাদশে থাকাটা শতভাগ নিশ্চিত। পঞ্চম স্থানে দেখা যেতে পারে দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে। ৬ নম্বর ব্যাটিং পজিশনে দেখা যাবে দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনকে।


তবে একাদশে মুশফিকুর রহিম থাকলেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাদশে অনেকটাই নিশ্চিত উইকেটকিপার-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। আজ সংবাদ সম্মেলনে সোহানের থাকাটা নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। প্রথম দুই ম্যাচে উইকেট কিপার-এর দায়িত্ব পালন করবেন সোহান।


অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের একাদশে থাকাটা অনেকটা নিশ্চিত। অস্ট্রেলিয়া সিরিজের নতুন বলে অসাধারণ বোলিং করেছেন তিনি। এছাড়াও স্পিনার হিসেবে একাদশে থাকবেন নাসুম আহমেদ।


বরাবরের মতো ২ ফাস্ট বোলার নিয়ে একাদশ সাজাতে পারে টাইগাররা। যেখানে একাদশে মোস্তাফিজুর রহমানের সাথে শরিফুল ইসলাম অথবা মোহাম্মদ সাইফুদ্দিন-এর মধ্যে যেকোনো একজনকে দেখা যাবে।


প্রথম টি-টোয়েন্টি ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট