অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেললেও আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাইতো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো বেশ কয়েকদিন ধরে। মুশফিক নাকি সোহান, কিউই সিরিজে কার হাতে থাকবে কিপিং গ্লাভস।
অবশেষে এই বিষয়ে মুখ খুললেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি জানিয়ে দিলেন, মুশফিক নয়, প্রথম দুই ম্যাচে কিপিং করবেন সোহান। আজ (সোমবার) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিম বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ জানিয়েছেন এ তথ্য।
কিপিং নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে ডোমিঙ্গো বলেন, ‘সোহান প্রথম দুই ম্যাচে কিপিং করবে। এই সিরিজে উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেয়ার পরিকল্পনা আছে। দুই ম্যাচ করে ভাগ করে দেয়া হবে, তারপর সিদ্ধান্ত হবে পঞ্চম ম্যাচের। আমার মনে হয় ওই বিকল্পটা রাখা খুব গুরুত্বপূর্ণ।’
এর আগে এই জায়গাটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছিল। কারণ জিম্বাবুয়ে সফর আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মুশফিক আর লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটেরক্ষকের দায়িত্ব পালন করেছেন সোহান।
নিউজিল্যান্ডের বিপক্ষে মুুশফিক আর লিটন দুজনই ফিরছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, কিপিং করবেন কে-মুশফিক, লিটন নাকি সোহান। - স্পোর্টসজোন২৪