পিএসজিতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মেসিঃ সাকিব

ক্রিকেট দুনিয়া August 30, 2021 746
পিএসজিতে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মেসিঃ সাকিব

২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। এক প্রকার বাধ্য হয়েই ক্লাব ছাড়তে হয়েছে তাঁকে। নতুন ক্লাব হিসেবে যোগ দিয়েছেন পিএসজিতে। বার্সা ছেড়ে প্যারিসিয়ানদের জার্সি গাঁয়ে এখন মেসির দেখা মিলবে নিয়মিত। যা নিশ্চিতভাবেই বার্সা ও মেসি ভক্তদের জন্য কষ্টের কারণ ছিল।


তবে মেসির পিএসজিতে যাওয়াকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশের বিশ্বতারকা সাকিব আল হাসান। মেসি আর বার্সা সাকিবের মতে এই সিদ্ধান্তটা ভালো লেগেছে তাঁর। বাঁহাতি এই অলরাউন্ডার মনে করেন আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা দরকার আর্জেন্টাইন সুপারস্টারের। আর যার জন্যই এই সিদ্ধান্ত বেশ যৌক্তিক।


রোববার রাতে দারাজের সাথে লাইভ আড্ডায় সাকিব বলেন, ‘আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিততেই পিএসজিতে যেতে পারে মেসি। মেসির মতো খেলোয়াড়কে নিয়ে মন্তব্য করার মানে হয় না। তারপরও আমি বলবো, ওর জন্য একদম সঠিক সিদ্ধান্ত ছিল। ওর ক্যারিয়ারের জন্য, ক্যারিয়ার যে অবস্থায় আছে হয়তোবা একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়।’


‘চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার হয়ে জিততে পারবে বলে মনে করেনি। সে হয়তো চিন্তা করেছে পিএসজির হয়ে জিতবে। এজন্যই দলটাকে পছন্দ করেছে হয়তো।’ যোগ করেন সাকিব।


সূত্রঃ এসএনপি স্পোর্টস