কোহলি-পুজারার প্রতিরোধের পরেও ইনিংস হার এড়াতে পারলোনা ভারত। তৃতীয় টেস্টে ইংলিশদের কাছে ইনিংস হারার লজ্জা পেল কোহলি শিষ্যরা। রবিনসনের ৫ উইকেটের সুবাদে ২৬৮ রানে অলআউট হয় ইন্ডিয়া।
এতে করেই এক ইনিংস ও ৭৬ রানের জয় নিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো ইংল্যান্ড। ভারতের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেন চেতেশ্বর পুজারা। এছাড়াও দীর্ঘ ৮ ইনিংস পরে অর্ধশতক রান করেছেন অধিনায়ক কোহলি।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের তোপের মুখে পড়েছিলো ভারত। মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেছেন রোহিত শর্মা। ইংলিশদের হয়ে ৩ টি করে উইকেট নেন এন্ডারসন ও ওভারটন।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ররি বার্নস ও হাসিব হামিদের উদ্বোধনী সূচনায় বেশ ভালো শুরু করে ইংল্যান্ড। এরপরে উইকেটে আসেন রানমেশিন জো রুট। তার অনবদ্য সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৪৩২ রান করে ইংলিশরা।
দলের পক্ষে সর্বোচ্চ ১২১ রান করেন জো রুট। এছাড়াও হাসিব হামিদ ৬৮ এবং ররি বার্নস করেন ৬১ রান। ভারতের পক্ষে ৪ টি উইকেট নেন ইশান্ত শর্মা। এছাড়াও ৩ টি উইকেট নে জাসপ্রীত বুমরাহ।
২য় টেস্টে হেরে গিয়ে দূর্দান্ত জয়ে ঘুরে দাঁড়ালো ইংলিশরা। সিরিজের পরবর্তী টেস্ট অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর। - স্পোর্টসজোন২৪