ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ তৃতীয় ম্যাচে ব্যাট হাতে রেকর্ড গড়লেন আন্দ্রে রাসেল। সিপিএলের ইতিহাসে সর্বনিম্ন ১৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ তৃতীয় ম্যাচে এস.টি লুসিয়া কিংসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ করেছে জামাইকা তালাওয়াশ।
টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬ ওভারে ৮১ রান যোগ করেন দুই ওপেনার ব্যাটসম্যান চ্যাডউইক ওয়ালটন এবং কেনার লুইস। ২২ বলে ৪৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন কেনার লুইস। এরপর দলীয় ১১৭ রানের মাথায় ২৮ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন ওয়ালটন।
ওপেনিং জুটি আউট হলেও সমান তালে রান করতে থাকেন হায়দার আলী এবং অধিনায়ক রোভম্যান পাওয়েল। ৩৩ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন হায়দার আলী। এবং ২৫ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোভম্যান পাওয়েল।
তবে ম্যাচের তখনো অনেক কিছু বাকি রয়েছে। শেষ ১৪ বলে এক প্রকার ব্যাটিং তান্ডব চালিয়েছে আন্দ্রে রাসেল। ৬ টি বিশাল ছক্কা এবং তিনটি চারের সাহায্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সর্বনিম্ন বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন তিনি।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট