এবার কোহলির জায়গায় ব্যাটিংয়ে নেমে গেলেন জারভো!

ক্রিকেট দুনিয়া August 28, 2021 1,259
এবার কোহলির জায়গায় ব্যাটিংয়ে নেমে গেলেন জারভো!

লর্ডস টেস্টেট ভারতের জার্সি পরে মাঠে নেমে যাওহা ‘জারভো ৬৯’ লিডসেও চলে আসলেন। তবে এইবার হেলমেট, প্যাড-ব্যাট নিয়ে পুরোদস্তুর ব্যাটিং গিয়ারে।


ইংল্যান্ড-ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তিনি লর্ডসের মাঠে ঢুকে পড়েছিলেন, তারপর নিরাপত্তা বাহিনীর লোক তাকে বের করে দেন। আর তৃতীয় টেস্টেও একই ঘটনা ঘটালো জারভো নামধারী এই ভারতীয় পাগলাভক্ত।


শুক্রবারও ভারতীয় ওপেনারের রোহিত শর্মা আউট হবার পর বিরাট কোহলি মাঠে আসার আগেই জারভো ব্যাট হাতে মাঠে নেমে পড়েন, এমনি নিরাপত্তা বাহিনী ও সবার চোখকে ফাকি দিয়ে ব্যাটিং ক্রিজে এসে পড়েন। তিনি তার হেলমেটের নিচে একটি সার্জিক্যাল মাস্ক পরে আসেন।


এদিকে টানা দ্বিতীয়বারের মত এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আর মুহূর্তেই এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় ভাইরাল। - স্পোর্টসজোন২৪