অ্যালেনের বদলি হিসেবে বাংলাদেশে আসছেন হেনরি

ক্রিকেট দুনিয়া August 27, 2021 816
অ্যালেনের বদলি হিসেবে বাংলাদেশে আসছেন হেনরি

বাংলাদেশের আসার পরে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হন ব্যাটসম্যান ফিন অ্যালেন। তার বদলে নিউজিল্যান্ড দলে নিয়েছে পেসার ম্যাট হেনরিকে। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলে সরাসরি বাংলাদেশে আসেন অ্যালেন।


বাংলাদেশের আসার ৪৮ ঘণ্টা পরেই কোভিড-১৯ পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। দ্য হ্যান্ড্রেডেও একাধিকা ক্রিকেটার ও স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। তবে অ্যালেনের সাথেই বাংলাদেশে আসা গ্রান্ডহোম ভাইরাসটিতে আক্রান্ত হননি।


অ্যালেন এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আইসোলেশনে আছেন। তার বদলে ইতোমধ্যে হেনরিকে দলে নিয়েছে নিউজিল্যান্ড। হেনরি আগামী ৩০ আগস্ট বাংলাদেশে আসবেন। তিনি বাংলাদেশ সফরের স্কোয়াডে না থাকলেও পাকিস্তান সফরের স্কোয়াডে ছিলেন।


হেনরি দলে যোগ দিলেও অ্যালেনকেও পর্যবেক্ষণে রাখা হবে এবং সম্ভব হলে একাদশেও নেওয়া হবে। যদিও একজন ব্যাটসম্যানের পরিপূরক একজন পেসার হতে পারেন না, তবে দলের অভিজ্ঞতা ও গভীরতা বৃদ্ধির জন্যই হেনরিকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।


সূত্রঃ বিডিক্রিকটাইম