কোহলির ফিটনেসের মূলমন্ত্র ‘কালো জল’ এর দাম কতো জানেন কি?

খেলাধুলার বিবিধ August 24, 2021 1,220
কোহলির ফিটনেসের মূলমন্ত্র ‘কালো জল’ এর দাম কতো জানেন কি?

ভারতের ক্যাপ্টেনদের মধ্যে সবচেয়ে স্টাইলিশ আর এগ্রেসিভ নামটি হলো ভিরাট কোহলি৷ দলের দায়িত্ব নেবার পর থেকে তিনি যেন দলকে করেছে পুনরুজ্জীবিত। তবে নিজের ফিটনেস সম্পর্কে যে তিনি যথেষ্ট সচেতন সেটা তার কর্মকাণ্ডেই পরিলক্ষিত হয়।


তবে তার এই ফিটনেসের আসল রহস্য কি জানেন? তা হলো ‘কালো জল’। এই জল খেয়েই কোহলি থাকেন পুরো ফিট। এই কালো জল বা ব্ল্যাক ওয়াটার হলো প্রাকৃতিক কালো ক্ষারজাতীয় জল। এই জল পান করলে শরীরের আদ্রতা বজায় রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।


এই জলের আরও অনেক গুণ রয়েছে। যেমন, এটি ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে, এমনকী মানসিক অবসাদ কমাতেও সাহায্য করে। আর এই জল একা বিরাট কোহলিই নন, বলিউড সেলেব যেমন, মালাইকা আরোরা, শ্রুতি হাসান, উর্বশী রাওতেলারাও পান করে থাকেন।


এত কিছু শোনার পর সকলেরই নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এর দাম কত?


এই জলের মূল্য যে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে হবে, এটাই স্বাভাবিক। এই জলের দাম ৩০০০ থেকে ৪০০০ টাকা। যত দাম বেশি তত গুণও বেশি। ইদানীং কিছুটা কমেও এই জল পাওয়া যায়। তবে তার গুণ যে অনেকটাই কম হবে, এটাই স্বাভাবিক!


সূত্রঃ স্পোর্টসজোন২৪