টি-টোয়েন্টিতে পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন কি জুনায়েদ সিদ্দিকী?

ক্রিকেট দুনিয়া August 24, 2021 1,164
টি-টোয়েন্টিতে পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন কি জুনায়েদ সিদ্দিকী?

দেশের ক্রিকেটে পারফর্ম না করতে পেরে দল থেকে বাদ পড়া আর তারপর একেবারেই হারিয়ে যাওয়া ক্রিকেটার অনেক আছেন। জুনায়েদ সিদ্দিকীও সেই তালিকারই একজন ক্রিকেটার।


জুনায়েদ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১২ সালে। ঘরোয়া ক্রিকেটে এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি থেকে কি একটু আগেভাগেই বাদ দিয়ে দেওয়া হয়েছিল জুনায়েদকে? অন্তত পরিসংখ্যান তো সেটাই বলছে।


মাত্র ৭টা আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে জুনায়েদ সবমিলিয়ে রান করেছেন ১৫৯, গড়টাও মন্দ নয়, ২৩ ছুঁইছুঁই। সবচেয়ে নজরকাড়া দিক হচ্ছে তার স্ট্রাইকরেট, ১৪৭ ছাঁড়ানো! টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্ট্রাইকরেট, আর সেই স্ট্রাইকরেটেই যেন এভারেস্ট পার করে ফেলেছেন তিনি। ১৫০ এর আশেপাশে স্ট্রাইকরেট তো বর্তমান বাংলাদেশ দলের কারোরও নেই।


তবে জুনায়েদ যে নিয়মিত সুযোগ পেয়ে গেছেন সেটা বলার কোনো সুযোগ নেই। ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ৫ বছরে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মোটে ৭টা। আবার সেই ৭ ম্যাচের ক্যারিয়ারে অসাধারণ স্ট্রাইকরেট থাকার পরেও অবহেলিত হয়েছেন তিনি, বাদও পড়েছেন দল থেকে। আর ২০১২ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর একটা ম্যাচও খেলেননি জুনায়েদ।


সূত্রঃ বিডিক্রিকটাইম