তালেবান যখন গত রোববার কাবুলের দখল নিয়ে নিয়েছিল, তখন আফগানিস্তানে থাকা নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন রশিদ খান। দেশটাতে শান্তি বজায় রাখতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বিশ্বনেতাদের কাছে।
গত পরশু আফগানিস্তানের স্বাধীনতা দিবসেও রশিদ যে টুইট করেছিলেন, সেটির মূল কথা ছিল—শান্তিপূর্ণ, উন্নতি করতে থাকা ও একজোট হয়ে থাকা একটা আফগানিস্তানের স্বপ্ন।
রশিদ কাল আফগান চেতনা ছড়িয়ে দিলেন ইংল্যান্ডে চলতে থাকা ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এ। টুর্নামেন্টে ছেলেদের অংশের এলিমিনেটরে কাল রশিদের দল ট্রেন্ট রকেটস মুখোমুখি হয়েছিল সাউদার্ন ব্রেভের। এই আফগান লেগ স্পিনার ম্যাচে ব্যাট-বল হাতে আলো ছড়াতে পারেননি, তাঁর দলও হেরেছে।
তবে তালেবান-আফগানিস্তান খবরের ধারায় এই ম্যাচে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রশিদ খানের অনুচ্চারিত বার্তা। ম্যাচে রশিদ খান নেমেছেন গালে আফগানিস্তানের পতাকা এঁকে।
সূত্রঃ প্রথম আলো অনলাইন