নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

ক্রিকেট দুনিয়া August 21, 2021 1,119
নিউজিল্যান্ড সিরিজের মাঝপথে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী ১৭ অক্টোবর থেকে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে প্রতিটি ক্রিকেট বোর্ডকে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


তিনি জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,


“বিশ্বকাপের জন্য দল ঘোষণা করব নিউজিল্যান্ড সিরিজের মাঝখানে। এখনও সময় আছে। টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা হচ্ছে। ওদের চাহিদাও দেখতে হবে। বিশ্বকাপের উইকেট, কন্ডিশন জেনে-বুঝে দল দেওয়া হবে।’


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট