আইসিসির নিয়ম মানতে হলে ১ মাস আগেই দল ঘোষণা করতে হবে টি টুয়েন্টি বিশ্বকাপের জন্য। নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়াও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। অপেক্ষায় বাকিদলগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিশ্চিত রুপেই দল ঘোষণা করবে সময় থাকতেই। কেমন হতে পারে বিশ্বকাপের বাংলাদেশ দল!
ওপেনিংয়ে তামিম ইকবাল খান ও লিটন কুমার দাসকেই সবথেকে বেশি বিবেচনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। ব্যাক আপ ওপেনার হিসেবে সৌম্য সরকারেই দলে থাকার সম্ভাবনাই সবথেকে বেশি। তামিম, লিটনের সাথে নিশ্চিতভাবে দলে থাকছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।
খুব বড় চমক না থাকলে মিডল অর্ডারে আফিফ হোসেন, নুরুল হাসান সোহানের দলে থাকাটাও অনেকটা নিশ্চিত। ফিনিশিংয়ের জন্য থাকতে যাচ্ছেন শেখ মাহেদী ও শামীম পাটোয়ারী।
বোলিংয়ে মুস্তাফিজুর রহমানের সাথে সাইফুদ্দিন, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদের থাকার সম্ভাবনা সবথেকে বেশি। দলে সাকিব আল হাসান একমাত্র লেফট আর্ম বোলার সাকিব থাকায় নাসুমের সাম্প্রতিক ফর্ম নাসুমকে এগিয়ে রাখবে বেশ।
দলের স্ট্যান্ড বাই হিসেবে বাড়তি সদস্যদের নিজ খরচে নিয়ে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ জনের কোন সদস্য ইঞ্জুরী কিংবা কোভিডের কারণে ছিটকে গেলে স্ট্যান্ড বাই থেকে একজন করে দলে আসতে পারবেন।
সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াডঃ তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী, শামীম পাটোয়ারী, মো সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার
সম্ভাব্য স্ট্যান্ড বাইঃ আমিনুল বিপ্লব, ইয়াসির রাব্বি, নাইম শেখ।
সূত্রঃ ডেইলি স্পোর্টস বিডি